‘মার্চ টু গোপালগঞ্জ’ নিয়ে উত্তেজনা, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় সতর্কতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
‘মার্চ টু গোপালগঞ্জ’ নিয়ে উত্তেজনা, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় সতর্কতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে। 이에 গোপালগঞ্জ ও আশপাশের জেলা এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে রাখা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, এনসিপি, জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র গোষ্ঠী ওই এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছে এবং বঙ্গবন্ধুর সমাধি ধ্বংসের চেষ্টা করতে পারে। ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাকে পুনরাবৃত্তি রোধে টুঙ্গিপাড়ায় সেনা-পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ১৫ জুলাই ফেসবুকে লিখেছেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ’। তিনি ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, এনসিপি গোপালগঞ্জে জনসংখ্যা ও সাংগঠনিক দুর্বলতা থাকায় বরিশাল ও পিরোজপুর থেকে জনবল এনে জনসমর্থন বৃদ্ধির পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।