গাইবান্ধার সাঘাটা উপজেলায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদ্মমশহর ইউনিয়নে গণঅধিকার পরিষদের নতুন ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন এবং কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পদুমশহরের নয়াবন্দর রেলগেট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন।
বিশেষ অতিথির মধ্যে ছিলেন জেলা সহ-সভাপতি সুরুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ইয়াসিন খোকন, যুব অধিকার গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মো. আনিসুজ্জামান, গণনেতা মোস্তাফিজুর রহমান মুন ও ছাত্রনেতা জুয়েল রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক ও সাঘাটা-ফুলছড়ি আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সামিউল ইসলাম।
সভায় সামিউল ইসলাম বলেন, “গণঅধিকার পরিষদ নিজেদের শক্তিতে রাজনীতি করে, কারো তাবেদারি করে না। আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এই দল ব্যক্তি স্বার্থে নয়, জনস্বার্থে রাজনীতি করে। আমরা সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে কাজ করি।”
প্রধান অতিথি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন, “গণঅধিকার পরিষদ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য মাঠে আছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নিরলস কাজ করছি। এই ইউনিয়ন কার্যালয় হবে জনগণের কথা বলার জায়গা—অভিযোগ, দাবি ও স্বপ্নের কেন্দ্রবিন্দু।”
অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং সংগঠনকে গণমানুষের আশ্রয়স্থলে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন