গোপালগঞ্জে এনসিপি সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা: কারফিউয়ের সময়সীমা ফের বাড়ানো হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতা ও হামলার প্রেক্ষিতে জারিকৃত কারফিউয়ের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান কারফিউ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়। তবে দুপুর ২টার পর তা আবার চালু করে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এই সময়সীমা নির্দিষ্ট করে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির এক সমাবেশ শেষে ফেরার পথে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে এবং প্রথমে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করে। সহিংসতা অব্যাহত থাকায় সময়সীমা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে।
আপনার মতামত লিখুন