জাতীয় সমাবেশ সফল করতে ফেনীতে জামায়াতের মিছিল ও প্রচার

আগামীকাল শনিবার (১৯ জুলাই) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ফেনীতে লিফলেট বিতরণ, মিছিল এবং প্রচার-প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফেনী শহর জামায়াতের উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, জাকের হোসেন, মনিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। জাতীয় সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে অংশ নেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
নেতারা দাবি করেন, প্রচারণা কার্যক্রমে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, “জাতীয় সমাবেশকে ঘিরে শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যেই নয়, সর্বস্তরের মানুষের মধ্যেও আগ্রহ দেখা যাচ্ছে। এ জন্য জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।” তিনি আরও বলেন, “জনগণের অধিকার রক্ষায় ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
আপনার মতামত লিখুন