ঝিনাইদহে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
ঝিনাইদহে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

ঝিনাইদহে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আয়োজিত ম্যারাথনে প্রায় ২০০ জন তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্য অংশ নেন।

ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সার্কিট হাউস, স্বর্ণকার পট্টি ও পোস্ট অফিস মোড় অতিক্রম করে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ, জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা জামায়াতের সেক্রেটারি আ. আওয়াল। দুই ক্যাটাগরিতে মোট ২৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।