নাহিদ ইসলাম: নতুন বাংলাদেশের জন্য লড়াইয়ে মুন্সীগঞ্জ থাকবে শক্তপোক্ত সহযোদ্ধা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
নাহিদ ইসলাম: নতুন বাংলাদেশের জন্য লড়াইয়ে মুন্সীগঞ্জ থাকবে শক্তপোক্ত সহযোদ্ধা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক সুপারমার্কেট এলাকায় অনুষ্ঠিত পথসভায় বলেন, সামনে একটি নতুন লড়াই আসছে এবং সেই লড়াইয়ের জন্য তারা প্রস্তুত। তিনি মুন্সীগঞ্জের জনগণকে আশ্বস্ত করে বলেন, এই অঞ্চলের মানুষ নতুন বাংলাদেশ গঠনে শক্তপোক্ত অংশীদার হবে।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জসহ দেশের আরও দশটি স্থানে হামলা চালানো হলেও এ লড়াই থামানো যাবে না। মুজিববাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে তারা অবিচল, আর থামবেন না যতক্ষণ না তাদের লক্ষ্য অর্জিত হয়। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

এছাড়া তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, মুন্সীগঞ্জের হাজারো প্রবাসীর ভোটাধিকার আদায়ে তারা কাজ করবে।

‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত এ পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সকালের শুরুতে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে থেকে মিছিল শুরু করে নেতাকর্মীরা পরে কৃষি ব্যাংক সুপারমার্কেট চত্বর এলাকায় সমাবেশে যোগ দেন।