নির্বাচনের আহ্বান মির্জা আব্বাসের, শহীদদের নিয়ে রাজনীতি না করার অনুরোধ

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার কোনো পরিকল্পনায় যেন সরকার না জড়ায়। তিনি বলেন, “আমরা সহযোগিতা করছি, দ্রুত নির্বাচন দিন—তাহলে দেশে শান্তি ফিরবে।” শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মৌন মিছিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখে সুবিধা দিচ্ছে।” শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মাঝে মাঝে তাদের কথা মনে করে খুব কষ্ট হয়। শহীদরা যদি আজ বেঁচে থাকতেন, হয়তো লজ্জা পেতেন দেখে যে তাদের আত্মত্যাগকে রাজনৈতিক ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কয়েকটি দল শহীদদের নিয়ে রাজনীতি করছে এবং তাদের রক্ত বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। অথচ শহীদরা কোনো একক ব্যক্তি বা দলের পক্ষে জীবন দেননি, তারা দেশের জনগণকে মুক্ত করার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন।”
বিএনপিকে আওয়ামী লীগের সমতুল্য বা কাছাকাছি দেখানোর প্রচেষ্টা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, “কেউ কেউ আমাদের আওয়ামী লীগের কাতারে ফেলতে চাইছেন। আমি সেই ভাইদের বলব—দয়া করে আপনারা ভাষায় সংযম রাখুন। এমন কিছু বলবেন না যা মানুষের রক্তে আগুন ধরিয়ে দেয়। বিএনপি কোনো ঝগড়ার দল নয়, আমরা শান্তিপূর্ণ গণতন্ত্রে বিশ্বাস করি।”
আপনার মতামত লিখুন