ফরিদপুরে বাসের ধাক্কায় খুলনার জামায়াতে ইসলামী আমিরসহ ২ জন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
ফরিদপুরে বাসের ধাক্কায় খুলনার জামায়াতে ইসলামী আমিরসহ ২ জন নিহত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় রয়্যাল পরিবহন নামের একটি বাসের ধাক্কায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আবু সাঈদ ও আরও একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর অপর একজনের মৃত্যু হয়।

নিহত মাওলানা আবু সাঈদ (৫২) চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। অপর নিহত মোহাম্মদ আমানত শেখ (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামী নেতাকর্মীরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিতে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রাবিরতি নিয়ে চা পান করছিলেন। এসময় গাড়ির ব্যানার ঠিক করতে গিয়ে তারা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ নিহত হন এবং বাসটি দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত মো: আমানত শেখ, মো: আনিসুর রহমান ও মো: ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, “রাত সাড়ে তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন এবং হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।”