ফেনীতে ট্রাংক রোডের অবৈধ দোকান উচ্ছেদ, মুক্তবাজার দখলমুক্ত

ফেনী শহরের ট্রাংক রোডে সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা মুক্তবাজারের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদারের নেতৃত্বে দুই দফায় মোট ৩২টি দোকান উচ্ছেদ করা হয়। এতে প্রায় চার দশক পর সরকারি জমি অবৈধ দখল থেকে মুক্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় জেলা প্রশাসনের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে একটি অস্থায়ী কাঁচাবাজার পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি ওই জায়গাটি ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের জন্য নির্ধারণ করায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান, সেনাবাহিনী, পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার বলেন, “বাজার দখলমুক্ত করতে বুধবার ও বৃহস্পতিবার দুই দফায় অভিযান পরিচালনা করা হয়েছে।”
আপনার মতামত লিখুন