ফেনীতে প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
ফেনীতে প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনীতে একটি প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক ব্যতিক্রমধর্মী উপায় হয়ে ওঠে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ম্যারাথনটি সালাহউদ্দিন মোড়, সদর হাসপাতাল মোড়, মিজান রোড ও ট্রাংক রোড ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের সরব অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর স্থানীয় সরকার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম (ভিপি জাহিদ), হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা শাখার সেক্রেটারি ওমর ফারুক, খেলাফত আন্দোলনের সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী প্রমুখ। এই আয়োজনটি শুধুমাত্র একখণ্ড প্রতীকী দৌড় ছিল না; বরং এটি ছিল ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান প্রজন্মকে সচেতন করার একটি শক্তিশালী প্রয়াস।