বরিশালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে শোক র্যালি, রুহুল কবির রিজভীর গুরুত্বপূর্ন বক্তব্য

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে বিএনপি আয়োজিত শোক র্যালি ও পূর্ব সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “এই আন্দোলনের মাঠ প্রস্তুত করেছেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের কোটা বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের নির্দেশ দিয়েছিলেন।”
রিজভী আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক সংগ্রাম হয়েছে, কিন্তু আজ কেন এত বিভেদ? এককভাবে কিছু করা সম্ভব নয়। সম্মিলিত শক্তি থাকলে কোনো স্বৈরাচার সাহস পেত না দমন-পীড়ন চালাতে।” তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা মানুষ হত্যা করেও নিজেকে রক্ষা করতে পারেননি, বরং বিদেশে পালিয়েছেন। ছাত্র-জনতা জীবন দিয়ে প্রমাণ করেছে, এ দেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা নেই।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রিজভী বলেন, “পারে দিয়ে এনসিপি যা করছে, তা সঠিক নয়। যারা গত ১৬ বছর ধরে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে কেউ সরকারে থেকে অপপ্রচার চালালে জনগণ নিশ্চুপ থাকবে না।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। খুলনায় বিএনপির নেতার রগ কেটে ফেলা হয়েছে, গোপালগঞ্জে হামলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। পাশের দেশ থেকেও ষড়যন্ত্র চলছে।”
সব গণতান্ত্রিক শক্তিকে রুহুল কবির রিজভী গঠনমূলক সমালোচনার মধ্যেও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বরিশাল মহানগর বিএনপির আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। শোকসভা শেষে একটি শোক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন