মাগুরায় স্বাস্থ্য সচেতনতা ও জুলাই শহীদদের স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
মাগুরায় স্বাস্থ্য সচেতনতা ও জুলাই শহীদদের স্মরণে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

মাগুরায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নোমানী ময়দান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ দৌড় অনুষ্ঠিত হয়।

‘সুস্থ শরীর, সুস্থ মন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন ছিল ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ। এটি যৌথভাবে পরিচালনা করে মাগুরা জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ম্যারাথনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বাস্থ্যকর্মী, সামাজিক সংগঠনের সদস্যসহ সাধারণ মানুষ ২০০-এরও বেশি অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্ম প্রযুক্তিনির্ভর হওয়ায় শারীরিক পরিশ্রম কমে গেছে, যা স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করছে। এমন আয়োজন শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা সমাজজুড়ে ছড়িয়ে দেয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা পৌরসভার প্রশাসক আব্দুল কাদের, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ম্যারাথনে অংশ নেওয়া কলেজছাত্র সাকিবুল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে সহায়তা করবে।”

ম্যারাথন শেষে জেলা প্রশাসক শহীদ পরিবারের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন, যা পরিবেশ রক্ষা এবং শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে দেওয়া হয়। আয়োজকরা জানান, আগামী বছর থেকে এ আয়োজন বড় পরিসরে নিয়মিত করা হবে।