মাগুরার মহম্মদপুরে পরিবেশ রক্ষায় ফল ও ফুলের গাছ রোপণ কর্মসূচি

মাগুরার মহম্মদপুরে পরিবেশ রক্ষার লক্ষ্যে নানা প্রকার ফল এবং ফুলের গাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া এলাকার খাস জমিতে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সরকারি বিভিন্ন প্রণোদনা ও কর্মসূচির আওতায় মোট ১১ হাজার ৮০০টি গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন ইউএনও শাহীনুর আক্তার নিজেই। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সোবান, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নওশের আলী, তথ্য আপা এমিলিয়া জামান সেতু এবং অন্যান্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও শাহীনুর আক্তার বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিতভাবে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন