সদিরাজপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
সদিরাজপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের সদিরাজপুর আনিস মোড় থেকে গুচ্ছগ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও কোমলমতি শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১১টায় গুচ্ছগ্রাম সংলগ্ন সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অসংখ্য গ্রামবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, এই কাঁচা রাস্তায় প্রতিদিন স্কুল-কলেজ ও অফিসগামী কয়েক হাজার মানুষ চলাচল করেন। রাস্তাটির বেহাল দশার কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে বাইক ও সাইকেল উল্টে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। খানা-খন্দে ভরা সড়কটি এতটাই দুর্দশাগ্রস্ত যে, প্রতিবাদ হিসেবে প্রতীকীভাবে ধানের চারা রোপণ করে মানববন্ধন করেছেন গ্রামবাসীরা।

শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে রাস্তাটি ভয়াবহ রূপ ধারণ করে। কাঁদা-পানিতে ভর্তি গর্ত পেরিয়ে প্রতিদিন স্কুলে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বৃদ্ধ ও গর্ভবতী নারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাস্তাটি পাকাকরণ ও যান চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সড়ক বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।