সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ, সাত দফা দাবি তুলে ধরল দলটি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ, সাত দফা দাবি তুলে ধরল দলটি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে সাত দফা দাবির প্রেক্ষিতে। শনিবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্বের সূচনা হয়।

সমাবেশ শুরুর অনেক আগেই দেশজুড়ে থেকে নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন। ফলে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে এবং উদ্যানের বাইরেও অবস্থান নিতে দেখা যায় হাজার হাজার নেতাকর্মীকে। তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা শোভা পাচ্ছে, অনেকেই পরেছেন দলীয় মনোগ্রাম খচিত টি-শার্ট ও পাঞ্জাবি।

জাতীয় এই সমাবেশে জামায়াত যে সাতটি দাবি তুলেছে, তার মধ্যে রয়েছে: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক রাজনৈতিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করা।

বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে। সমাবেশের মাধ্যমে দলটি তাদের রাজনৈতিক অবস্থান, দাবিদাওয়া এবং সংগঠনের শক্তিমত্তা দৃশ্যমানভাবে উপস্থাপন করছে।