উত্তরায় বিমান বিধ্বস্তের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, একই দিনে নেওয়া হবে

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গত ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) জানিয়েছেন, স্থগিত হওয়া দুই পরীক্ষাই একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকাল সাড়ে ৯টায় এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, এ সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।
এর আগে ২১ জুলাই রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে ঘোষণা দেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত সাড়ে ৩টার দিকে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় ২২ জুলাই একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।
শুরুর দিকে শোকের মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর মধ্যরাতে পরীক্ষার স্থগিত ঘোষণা আসে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ জুলাইয়ের সব পরীক্ষা ও স্থগিত করা হয়।
আপনার মতামত লিখুন