গোপালগঞ্জে আবারও কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ণ
গোপালগঞ্জে আবারও কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি

গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জারি করা নির্দেশনায় জানানো হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল (রোববার) সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

এর আগে গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই দিনদিনব্যাপী হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু ঘটে। এরপরই ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় কারফিউ জারি করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়। তিন ঘণ্টার বিরতির পর আবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কারফিউ জারি করা হয়।

তবে চলমান কারফিউয়ের মধ্যেও শুক্রবার সকাল থেকেই গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। আন্তঃজেলা বাস চলাচলও শুরু হয় সকাল থেকে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সড়কে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক বেশি।