গোপালগঞ্জ হামলার ঘটনায় সংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় যারা জড়িত তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গোপালগঞ্জে এ ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দাদের কাছে ছিল কিছু তথ্য, তবে এত বিশাল পরিমাণ সহিংসতা ঘটবে সে তথ্য ছিল না।
এনসিপির নেতাদের অভিযোগের প্রসঙ্গে, যারা নিজের বক্তব্য দেবেন, তারা তেমনই করবেন বলে তিনি মন্তব্য করেন।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা ও প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, যারা অন্যায় করেছেন, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
আপনার মতামত লিখুন