চট্টগ্রামে এনসিপির সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ। বিকেলে বিপ্লব উদ্যানে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, আগেভাগেই পুরো এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু সমাবেশস্থল নয়, এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন, সেটিও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের হাতে এনসিপির মঞ্চ ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের এই কর্মসূচিকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল হোটেল সৈকতে তল্লাশি চালায়। ডগ স্কোয়াডের সাহায্যে পুরো হোটেল স্ক্যান করা হয়, বিশেষ করে যেসব ফ্লোরে এনসিপির নেতারা অবস্থান করছেন সেগুলোতে সাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই তল্লাশি কার্যক্রম।
এদিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকালে তারা হোটেল থেকে রওনা হবেন রাঙ্গামাটির দিকে। সেখান থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষে তারা আবার চট্টগ্রামে ফিরে বিপ্লব উদ্যানে মূল সমাবেশে অংশ নেবেন।
চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি বলেন, “সমাবেশের নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হবে এবং যেসব হোটেলে নেতারা থাকবেন, সেগুলো সুইপিং করে নিশ্চিত করা হয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”
আপনার মতামত লিখুন