জাতীয় নাগরিক পার্টির কোনো আসনে জেতার সম্ভাবনা নেই: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মন্তব্য

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির কোনো আসনে জেতার সম্ভাবনা নেই: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মন্তব্য

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনে কোনো আসনে জয়লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই, যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে।’

রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ইশরাক হোসেন। মশাল মিছিল শুরু হয় নয়াবাজার মোড় থেকে এবং শেষ হয় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদ।

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে, কারণ তারা জানতেন না তাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে।’ তিনি ব্যক্তির বাক স্বাধীনতার কথা তুলে ধরে বলেন, ‘কেউ কারো স্বাধীনতা হরণ করতে বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারবে না। এনসিপির শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা গণতন্ত্রের পরিভাষা নয়।’ তিনি কক্সবাজারে বিএনপি নেতার ওপর করা কটূক্তির জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে বলেছেন, নতুবা জনগণ তাদের অবাঞ্ছিত করবে।

তিনি আরও জানান, ‘দেশে কিছু ঘটলেই এনসিপি-জামায়াত বিএনপির দিকে আঙুল তোলা হয়। তারা জানে নির্বাচন হলে বিএনপি জনগণের ভোটে জয়ী হবে, তাই নানা অযৌক্তিক দাবি দিয়ে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।’

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি ইশতেহার ও শ্রদ্ধা জানাতে হবে, কিন্তু আজকে এই আন্দোলনের সুবিধা নিচ্ছে যারা, তারা কতজন শহীদ দিয়েছে? বিএনপি ও ছাত্রদল-যুবদলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিল, কিন্তু ক্ষমতার লোভে অনেকেই ভুলে গেছেন।’

তিনি কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান নির্যাতনের ঘটনাও উল্লেখ করে বলেন, ‘মুরাদনগরে বিএনপির ওপর যে নির্যাতন হচ্ছে, তা আওয়ামী লীগ আমলেও করেনি।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় বিএনপির তিনজন নিহত হলেও তখন কেউ প্রতিবাদ করেনি এবং রাষ্ট্রযন্ত্রও নিশ্চুপ ছিল।’

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সমাবেশে বলেন, ‘এনসিপির সমাবেশের নামে পাঁচজনের মৃত্যু হয়েছে, যার দায়ভার কে নেবে?’ এছাড়া কুমিল্লার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার কার্যকলাপ নিয়েও সংশ্লিষ্টরা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।