জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৫০ অপরাহ্ণ
জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় ডা. শফিকুর রহমান দুই দফা অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৫টার পর তিনি বক্তব্য শুরু করলে ৫টা ২০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। তখন আশপাশের নেতারা তাকে ধরে দাঁড় করান এবং কেউ কেউ তার খোলা মাথায় বাতাস করেন। কিছুটা সামলে নিয়ে ৫টা ২৩ মিনিটে তিনি আবার বক্তৃতা শুরু করলেও এক মিনিটের মধ্যেই ফের অসুস্থ বোধ করেন। এবার তিনি ডান হাত দিয়ে বুক চেপে ধরেন এবং মঞ্চে বসে পড়েন। উপস্থিত নেতারা তাকে ধরে বসিয়ে দেন এবং তিনি বসা অবস্থায় বক্তৃতা চালিয়ে যান।