তিন ম্যাচের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান

সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
বাংলাদেশ আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে, কারণ শেষ ম্যাচের দিকে তাকিয়ে ঝুঁকি নিতে আগ্রহী নয় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ জয় করেনি বাংলাদেশ; তাই এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য রয়েছে লাল-সবুজ দলটির।
মোট মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাত্র ৩টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে, যার মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শেরে বাংলায় পাকিস্তানকে হারানো অন্তর্ভুক্ত। সর্বশেষ জয়টি এসেছে গত রোববার, সেটিও শেরে বাংলায়।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে আজ দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্রান্ড পরে মাঠে নামবেন।
আপনার মতামত লিখুন