দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক জামায়াত আমিরের, মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বক্তব্যের সময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক জামায়াত আমিরের, মঞ্চে অসুস্থ হয়ে পড়েন বক্তব্যের সময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একবার লড়াই হয়েছে, আগামীর বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধেও আরেকটি বড় লড়াই হবে। এই লড়াইতেও জয় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে শনিবার (১৯ জুলাই) তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, এই সমাবেশে আসতে গিয়ে দলের তিনজন কর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেওয়ার প্রার্থনা করেন। তিনি আরও বলেন, ইতিহাসে যারা নিজের জীবন বাজি রেখে লড়েছেন, যেমন আবু সাঈদরা, তাদের অবদান ভুলে গেলে চলবে না। তারা না থাকলে আজকের অনেক গণতান্ত্রিক দাবি সামনে আসতো না। যারা শহিদদের অবদানকে অস্বীকার করে কিংবা রাজনৈতিক দলকে অপমান করে, তাদের মধ্যেই ফ্যাসিবাদের বীজ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে যা কিছু প্রয়োজন, জামায়াত তা করবে। তরুণ ও যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামী এককভাবে নয়, সবাইকে সঙ্গে নিয়েই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। সে লক্ষ্যে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

তবে বক্তব্য দিতে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। কিছুক্ষণ পর তিনি কিছুটা সুস্থ হয়ে আবার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শেষদিকে তিনি বলেন, যদি আল্লাহ চান এবং জনগণ সুযোগ দেয়, জামায়াতে ইসলামী দেশের ‘মালিক’ নয়, বরং ‘সেবক’ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ।