নাহিদ ইসলাম: কক্সবাজারে গডফাদারত্ব আর থাকবে না, জনগণ পিআর পদ্ধতিতে সংস্কার চায়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কক্সবাজারে গডফাদার তৈরির অবস্থা হয়েছিল যা আর কখনো মেনে নেওয়া হবে না। তিনি বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ গ্রহণ করবে না। শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও জানান, পিআর পদ্ধতি নিয়ে বিভিন্ন বোঝাপড়া না থাকায় সংস্কার আটকে থাকবে না কারণ জনগণ সংস্কার চায় এবং সেটি বুঝেও। গণপরিষদের উচ্চ কক্ষের নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে ওয়াসিমসহ শহীদরা রক্ত দিয়েছেন, তাদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করা হবে।
এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা কক্সবাজারে লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু কক্সবাজারের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের সুসংহতি ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পুনর্গঠন ও সংস্কার করতে হবে, কারণ নিরপেক্ষ রেফারির অভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিশাল জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জুলাই পদযাত্রাটি বান্দরবানের দিকে যাত্রা করে বিভিন্ন স্থানে পথসভা করবে।
আপনার মতামত লিখুন