ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গুরুত্ব তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা করেছেন। তিনি বলেছেন, “আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও দৃশ্যমান হলে ভালো হবে। ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্ন বা গঠনমূলক কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং মানুষ তা দেখে, তাহলে দেশের মানুষের মধ্যে স্বস্তির ভাব সৃষ্টি হবে। অনেক বেশি মানুষ এতে খুশি হবে এবং দেশের মানুষ সেটাই চায়।”

২০ জুলাই রাতে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ মোকাবিলায় একাত্ম এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই।

তিনি আরও জানান, রাজনৈতিক দলের নেতারা বলেছেন, রাজনীতির মাঠে মাঝে মাঝে নেতাদের মধ্যে কথাবার্তা থাকতে পারে, তবে তা রাজনৈতিক প্রতিপক্ষ নয়, সহযোগীতার অংশ। ফ্যাসিবাদবিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো ফাটল নেই। এছাড়াও তারা সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষায় আরও শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকেও নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয়েছে।