মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত নেতাদের বিষয়ে আমি আপত্তি করিনি’

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত নেতাদের বিষয়ে আমি আপত্তি করিনি’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতাচ্যুত বাংলাদেশের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাদের কলকাতায় আশ্রয় নেওয়ার বিষয়ে ইঙ্গিত করেছেন। বৃহস্পতিবার নিউটাউনের একটি আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সরাসরি নাম না করেই বলেন, “ভারত সরকার তো কয়েকজন অতিথিকে রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা দিয়েছি বা আপত্তি করেছি? করিনি। কারণ, এখানে রাজনৈতিক বিষয় জড়িত।”

তাঁর বক্তব্যে আরও উঠে আসে, বাংলা ভাষাভাষীদের প্রতি চলমান বৈষম্যের বিষয়টিও। মমতা বলেন, “আপনারা বাংলায় কথা বললেই কেন ‘বাংলাদেশি’ তকমা দিচ্ছেন? একজন ভারতীয় দেশের যেকোনো প্রান্তে যেতে পারেন। কিন্তু আজ বাংলায় কথা বললেই বিভিন্ন রাজ্যে তাকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো হচ্ছে। এমনকি রোহিঙ্গা বলেও অপমান করা হচ্ছে।”

তিনি মোদি সরকারের উদ্দেশে অভিযোগ করেন, “বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, বাংলা ভাষায় কেউ কথা বললে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে। তারা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “পশ্চিমবঙ্গে যারা বসবাস করছেন, তাদের অনেকেই দেশভাগের আগে অথবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে চলে এসেছেন। এদের অনেকেরই বাংলা ভাষায় গভীর টান রয়েছে। কিন্তু তারা কেউ বাংলাদেশি নন, সবাই ভারতীয় নাগরিক।”

মমতার এই বক্তব্য পশ্চিমবঙ্গে এবং সমগ্র ভারতে বাংলা ভাষা ও ভাষাভাষীদের মর্যাদা রক্ষার পাশাপাশি রাজনৈতিক আশ্রয়প্রাপ্তদের বিষয়েও স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে।