মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কাজ অব্যাহত: পদত্যাগে অনীহা সি আর আবরারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
মাইলস্টোন বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কাজ অব্যাহত: পদত্যাগে অনীহা সি আর আবরারের

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পরও শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কোনোভাবেই ব্যাহত হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পদত্যাগ দাবি সত্ত্বেও তিনি নিজে থেকে পদত্যাগের কোনো ইচ্ছা প্রকাশ করেননি। তবে সরকার বা প্রধান উপদেষ্টার নির্দেশ এলে পদত্যাগে সম্মত হবেন বলে জানান তিনি।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেখানে কোনো ধরনের অব্যবস্থাপনা হয়নি। শিক্ষার্থীদের দেওয়া রায়কে তিনি সম্মান জানাবেন এবং নিজে থেকে পদত্যাগের ইচ্ছা নেই।

তিনি আরও জানান, শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে যা একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তের সাথে তিনি জড়িত ছিলেন না এবং কেন সচিবকে সরানো হয়েছে তার ব্যাখ্যা দিতে পারেন না। তবে যদি তাকে চলে যেতে বলা হয়, তাহলে তিনি সেজন্য প্রস্তুত আছেন। কোনো অবস্থাতেই তিনি নিজের ওপর আঁকড়ে থাকবেন না বা নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করবেন না।

এর আগে, বিমান দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন। পরে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়।