মাইলস্টোন বিমান বিধ্বস্ত ঘটনায় সরকারের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
মাইলস্টোন বিমান বিধ্বস্ত ঘটনায় সরকারের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহত ও আহতদের জন্য সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ (২২ জুলাই, মঙ্গলবার) সকালে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের পরিচয় শনাক্ত করে তালিকা প্রস্তুতির কাজ চলছে। যারা এখনও শনাক্ত হননি, তাদের শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আহতদের জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

সরকার দাবি করেছে যে, হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে— এমন কোনো অভিযোগ সঠিক নয়। আহত ও নিহতদের সম্পূর্ণ ও সঠিক তালিকা তৈরিতে সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতাল একযোগে কাজ করছে।

জনসাধারণের প্রতি বলা হয়েছে, যদি দুর্ঘটনায় কেউ নিখোঁজ থেকে থাকেন, তবে তাদের আত্মীয়-স্বজনরা দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এজন্য বিদ্যালয়ে একটি কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের রেজিস্ট্রি ও অন্যান্য নথি খতিয়ে নিখোঁজদের তথ্য যাচাই করা হচ্ছে।