মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্ত ঘটনায় আহতদের সুচিকিৎসা অব্যাহত রাখবে বিমান বাহিনী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই এবং যে কোনো আপডেট তারা আইএসপিআর-এর মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করছে। তিনি বলেন, “ইঞ্জিনের প্রযুক্তিগত সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে; কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি।” সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের প্রতি তিনি দুঃখ প্রকাশ করে সেগুলো এড়িয়ে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা, বাকি সবাই শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন