রাজধানীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
রাজধানীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শনিবার দুপুর ২টার দিকে শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।

সকালে থেকেই রাজধানীতে জামায়াতের নেতাকর্মীদের ঢল নামে। মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি এলাকা ও জাতীয় জাদুঘর সংলগ্ন সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়। চারপাশ মুখরিত ছিল স্লোগান ও মানুষের ভিড়ে। সমাবেশের পরিবেশ আরও প্রাণবন্ত করতে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট বিক্রি করা হয়। গরমের মধ্যে আইসক্রিম, শরবত, পানি ও শসার দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো ছিল।

সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়, যা পরিচালনা করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর। দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হয়, যার সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার এবং বিচার প্রক্রিয়া সহ বিভিন্ন দাবি উঠে আসার সম্ভাবনা রয়েছে।

জামায়াত জানিয়েছে, দেশের প্রায় সব সক্রিয় রাজনৈতিক দলকেই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য ওজু, টয়লেট, নামাজের ব্যবস্থা ছাড়াও মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শৃঙ্খলা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। জামায়াত নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছে।