স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, ‘বেতন-ভাতা ফেরত দিয়ে তাকে পদত্যাগ করতে হবে।’ চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির পথসভায় বুধবার (২৩ জুলাই) তিনি ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সর্বোচ্চ উদাহরণ হিসেবে ওই স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কার্যকর ভূমিকা পালন করেন না, তিনি স্বাস্থ্য বা চিকিৎসা বুঝতে পারেন না, শুধুমাত্র গ্রামীণ ব্যাংকে থাকার কারণে এবং ড. ইউনূসের কাছাকাছি থাকার জন্য নিয়োগ পেয়েছেন। তিনি সরকারি টাকায় গাড়ি চালান যা জনগণের সঙ্গে বেইমানি। নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া তার যোগ্যতার বড় প্রমাণ।’ তিনি তার বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে অবিলম্বে পদত্যাগের আবেদন জানান।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এমন দেশ চাই না যেখানে আকাশ থেকে বিমান বা ভবন ভেঙে পড়ে। বর্তমান সরকারের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, বিমান কেনার সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশের নিরাপত্তা সরঞ্জামের গুণগত মান যাচাই করতে হবে।’

হাসনাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, আমরা শোকিত হলেও শোককে শক্তিতে রূপান্তর করে তা প্রতিহত করব।’

পথসভায় এনসিপি নেতা সারজিস আলম বলেন, ‘জুলাই শহীদদের পরিবারের কান্না শুকিয়ে গেছে, কিন্তু এখনও বিচার হয়নি। হাসিনাসহ দায়ীদের বিচার দাবি জানাচ্ছি।’

কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে নেতারা। এরপর উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র‍্যালি বের করা হয় যা পথসভায় গিয়ে শেষ হয়। সভার শেষে দলীয় নেতারা হাজীগঞ্জ শহীদ আজাদ চত্ত্বর উদ্বোধন করে শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেন।