কম্বোডিয়া থাইল্যান্ডকে যুদ্ধবিরতি ঘোষণা দিতে আহ্বান জানিয়েছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ
কম্বোডিয়া থাইল্যান্ডকে যুদ্ধবিরতি ঘোষণা দিতে আহ্বান জানিয়েছে

সীমান্ত সংঘর্ষে বেসামরিক ও সামরিক দুই পক্ষের ৩০ জনের বেশি নিহত হওয়ার পর কম্বোডিয়া থাইল্যান্ডকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে আহ্বান জানিয়েছে। শনিবার (২৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কম্বোডিয়ার জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ছিয়া কেও বলেছেন, দেশটি নিঃশর্তভাবে এই সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধান চায়। তবে থাইল্যান্ড এ প্রস্তাবে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। এর আগে থাইল্যান্ড সীমান্তবর্তী আট জেলায় সামরিক আইন ঘোষণা করেছিল।

গত কয়েকদিন ধরে দুই দেশের সীমান্তে সংঘর্ষ চলে আসছে, যার ফলে কমপক্ষে ৩২ জন সৈন্য ও বেসামরিক নিহত এবং প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উভয় পক্ষই একে অপরকে প্রথম গুলি চালানোর দোষ দিয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী অভিযোগ করেছে, কম্বোডিয়া তাদের দক্ষিণ উপকূলে একটি নতুন এলাকায় আক্রমণ শুরু করেছিল, যা নৌবাহিনী প্রতিহত করেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, এই সংঘাতের তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই, যদিও বিশ্ব নেতারা দ্রুত যুদ্ধবিরতি ও আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রও বেসামরিকদের সুরক্ষা ও শান্তিপূর্ণ সমাধানের পক্ষ নিয়ে কথা বলেছে।

কম্বোডিয়া বলেছে, থাইল্যান্ড সীমান্তের কাছে একটি খেমার-হিন্দু মন্দিরের দিকে অগ্রসর হয়ে পূর্বের চুক্তি লঙ্ঘন করেছে, যা সংঘাতের সূত্রপাত করেছে। দুই দেশের সীমানা বিরোধ প্রায় একশো বছর আগে ফরাসি উপনিবেশকালে শুরু হয়।