চট্টগ্রাম কারাগার পরিদর্শন নিয়ে ধর্মবিষয়ক উপদেষ্টার তথ্য বিকৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া

সম্প্রতি চট্টগ্রাম কারাগার পরিদর্শনে যাওয়া অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সফরটি ছিল সম্পূর্ণ সরকারি ও স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে আয়োজিত। তিনি বলছেন, কারা কর্তৃপক্ষের একজন কর্মকর্তা পরিদর্শনের সময় কিছু ছবি তুলেছিলেন যা পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে পাচার হয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এ ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে।
ড. খালিদ আরও বলেন, সফরের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় বই পুস্তক বিতরণ এবং নামাজের স্থান নির্ধারণসহ বন্দিদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার উন্নয়ন। দেশের প্রায় ৭০ হাজার বন্দিকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আওতায় আনা একটি মানবিক পদক্ষেপ হবে। তিনি জানান, পরিদর্শনের সময় রান্নাঘর, হাসপাতাল, ভিআইপি ওয়ার্ডসহ সব স্থানে গেছেন এবং সেখানে কোনো গোপনীয়তা বা লুকোচুরি ছিল না।
তিনি সতর্ক করে বলেন, পরিদর্শন সংক্রান্ত তথ্যকে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃত করে ছড়ানো হচ্ছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই অপপ্রচার মূলত পরাজিত রাজনৈতিক শক্তির চেষ্টা, যারা সরকারের শান্তি ও সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করতে চায়। তবে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, সত্যের বিজয় নিশ্চিত এবং সরকারের গঠনমূলক কাজ অব্যাহত থাকবে। তিনি এসব অপপ্রচারকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বিভ্রান্তি রোধে সজাগ থাকার আহ্বান জানিয়ে সরকারের প্রতি জনগণের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তাও রোল দেন।
আপনার মতামত লিখুন