চট্টগ্রাম বন্দর নিয়ে প্রোপাগান্ডা বন্ধের আহ্বান দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দেশের স্বার্থে বন্দর নিয়ে অযথা প্রোপাগান্ডা না করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার চট্টগ্রাম বন্দর পরিদর্শনের সময় তিনি বলেন, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি এবং এটি আমাদেরই থাকবে। যারা অন্য কোনো প্রকার প্রোপাগান্ডা করছেন, তাদের দেশভক্তির বিবেচনায় বিরত থাকার অনুরোধ জানান তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, তারা বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে উন্নীত করতে চান এবং নিজেদের মধ্যে বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে এগোতে চান। তিনি এনসিটির বর্তমান কার্যক্রম প্রসঙ্গে উল্লেখ করেন, যারা ১৭-১৮ বছর এখানে কাজ করেছেন তারা ভালো কাজ করেছেন, কিন্তু আরও দক্ষতা বৃদ্ধির জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর থেকে লোড হওয়া কনটেইনারগুলো সিঙ্গাপুরে ট্রান্সশিপমেন্ট হবে, যেখানে অধিকাংশ পোর্ট বেসরকারিভাবে পরিচালিত হয়। তাই আমাদেরও ইফিশিয়েন্সি বাড়াতে আন্তর্জাতিক প্রযুক্তি গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপারেটর আসা প্রয়োজন যাতে বন্দর আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারে। অপারেটর থাকলেও পরিচালনা আমাদের হাতে থাকবে। বর্তমানে যারা আগে পরিচালনা করতেন, তাদের জায়গায় অন্য কেউ আসছে, যা দক্ষতা বৃদ্ধির অংশ। তিনি নিজেও চট্টগ্রামের বাসিন্দা নন এবং ব্যক্তিগত কোনো স্বার্থ থেকে কাজ করছেন না বলেও জানান।
সাখাওয়াত হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, ইন্টারিম পিরিয়ডে এনসিটি ড্রাইডককে দায়িত্ব দেওয়ার পর বন্দর থেকে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা বড় অগ্রগতি এবং এটি ধরে রাখার আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন