চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২, আহত ১ হাজারের বেশি: অধিকার প্রতিবেদনে উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭২, আহত ১ হাজারের বেশি: অধিকার প্রতিবেদনে উদ্বেগ

মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ত্রৈমাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সারাদেশে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৭২ জন নিহত ও ১,৬৭৭ জন আহত হয়েছেন। একই সময়ে ১৯ জন গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ১৯ জন নিহত এবং ৯৭৩ জন আহত হয়েছে, যেখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে দুজন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এপ্রিল থেকে জুনের মধ্যে আটজন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও যৌথ বাহিনীর সদস্যদের হাতে নিহতরা।

গণপিটুনি ও সহিংসতার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতার অভাবের কারণে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া দেশের কারাগারে বন্দীর সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি এবং চিকিৎসার অভাবে ২২ কয়েদির মৃত্যু হয়েছে।

নারী ও শিশুদের প্রতি সহিংসতা ব্যাপকতা পেয়ে ২০৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে কন্যাশিশুদের সংখ্যা বেশি। এছাড়া ধর্ষণের পর ৩ জন কন্যাশিশুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যৌতুকের কারণে ১১ জন নারী নিহত হয়েছেন।

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ৯ বাংলাদেশি নিহত ও ৫ জন আহত হয়েছেন। একই সময়ে প্রায় ১,৭৮৩ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনাও গত ত্রৈমাসিকে বেড়েছে, ৩০ জন আহত, ১৬ জন লাঞ্ছিত এবং ১১ জন হুমকির মুখে পড়েছেন। এসব হামলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসন ও মাদক ব্যবসায়ীদের দ্বারা সংঘটিত হয়েছে।

‘অধিকার’ সংগঠন চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে পরিস্থিতির উন্নতির আহ্বান জানিয়েছে।