জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ‘জুলাই সনদ’ ও বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে উদ্যোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার ব্যবস্থার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি আদায়ে তাদের পদযাত্রা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ প্রণয়নের লক্ষ্যে তারা কাজ করছেন এবং সবাইকে এই দাবিগুলো তাদের অবস্থান থেকে তুলে ধরতে আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের ভবিষ্যত ও সংস্কারের জন্য একান্ত প্রয়োজনীয়।
শুক্রবার (২৫ জুলাই) সুনামগঞ্জ সার্কিট হাউজে ‘জুলাই আন্দোলনে’ আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলে তারা আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের কষ্টের কথা শুনছেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী আইনগত ও রাজনৈতিক সহযোগিতার জন্য স্থানীয় কমিটি পাশে থাকবে।
নাহিদ বলেন, “আমরা কাজ করতে চাই আপনাদের জন্য, নতুন দেশ গড়ার জন্য।” সভায় সুনামগঞ্জের নিহত ও আহত পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। এ সময় এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন, সংগঠনের নেতা নাসিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পর দুপুর ২টায় আলফাত উদ্দিন স্কয়ারে অনুষ্ঠিত পদযাত্রা-সংক্রান্ত পথসভায় নাহিদ ইসলাম ও অন্যান্য এনসিপির নেতারা বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন