জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দাবি: জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দাবি: জামায়াত দেশও নিয়ন্ত্রণ করতে পারবে

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যেমন দলটি নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশের নিয়ন্ত্রণও তারা করবে। তিনি আরও বলেন, ইসলাম পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম এবং ইনসাফভিত্তিক সমাজ গড়তে সবার সহযোগিতা চান।

ডা. শফিকুর রহমান দাবি করেন, গত ৫৪ বছরে জামায়াত কখনো কোনো বাংলাদেশের নাগরিকের প্রতি অবিচার করেনি। তিনি অভিযোগ করেন, দেশের বিচারব্যবস্থা গত সাড়ে ১৫ বছরে বিচারের নামে প্রহসন দেখিয়েছে। জামায়াত নেতারা কোনো বেগম পাড়া বা পিসি পাড়ার মতো গোষ্ঠীভিত্তিক ঘরানার সাথে জড়িত নন বলে তিনি উল্লেখ করেন।

জামায়াতের আমির আরও বলেন, তাদের রাজনীতি মানুষের কল্যাণ ও মানবতার প্রতি নিবেদিত। ইসলামপ্রেমী ও দেশপ্রেমিক সবাইকে একত্রিত করে তারা দেশ এগিয়ে নিতে চাই।