টাইটেল: ঘুষের মাত্রা বেড়ে পাঁচ গুণ: মির্জা ফখরুলের উদ্বেগ এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো, তিনি বললেন আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে পাঁচ লাখ।” শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল আরও জানান, দেশে কোথাও সুশাসন নেই, নিয়ন্ত্রণের অভাব রয়েছে, পুলিশ ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। যদিও রাতারাতি সংস্কার সম্ভব নয়, তবু সময় নষ্ট করে বসে থাকা যাবে না। তিনি বলেন, কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়াও ঠিক হবে না, তাই দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের প্রতিনিধি সংসদে পাঠিয়ে সুশাসন ও সংস্কার আনতে হবে।
তিনি যোগ করেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি গভীরভাবে উপলব্ধি করেছে রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামোর গুণগত পরিবর্তনের প্রয়োজন। যদিও এই পরিবর্তন রাতারাতি হবে না, তবে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে কাজ করার গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. হোসেন জিল্লুর রহমান।
আপনার মতামত লিখুন