তিউনিসিয়া থেকে ২০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনলো দূতাবাস ও আইওএম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:২১ পূর্বাহ্ণ
তিউনিসিয়া থেকে ২০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনলো দূতাবাস ও আইওএম

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এবং লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

২৩ জুলাই ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ১৮ জন সেরস সিভিল কারাগারে আটক ছিলেন, যাদের ১৪ জুলাই আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয়। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদের তিউনিসে স্থানান্তর করে দূতাবাসের হাতে হস্তান্তর করে।

দূতাবাস তাদের অস্থায়ী আবাসন ও আইওএম-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে দ্রুত ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে। আইওএম-এর সহায়তায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় শেষ পর্যন্ত তাদের দেশে প্রত্যাবাসন সম্পন্ন হয়।