তুরস্কের দাবানলে ফায়ার সার্ভিসের ১০ জন নিহত, আহত ১৪

তুরস্কের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে ফায়ার সার্ভিসের ১০ কর্মী প্রাণ হারিয়েছেন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি বুধবার (২৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেন। দাবানলের সূত্রপাত সোমবার সাকারিয়া প্রদেশে হলেও তা দ্রুত মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সেয়ারিতগাজী জেলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের ২৪ সদস্যের একটি দল বাতাসের দিক পরিবর্তনের কারণে আগুনের মধ্যে আটকে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
এখনো মধ্য ও পশ্চিম তুরস্কের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল অব্যাহত রয়েছে। চলতি বছর তুরস্কজুড়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। দাবানলের জন্য উচ্চ তাপমাত্রা, খরা এবং শক্তিশালী বাতাসকে দায়ী করা হচ্ছে। বর্তমানে এসকিসেহিরসহ সাতটি স্থানে দাবানল নিয়ন্ত্রণে কাজ চলছে। কৃষি ও বনমন্ত্রী বৃহস্পতিবার তাপপ্রবাহ ও হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন।
আপনার মতামত লিখুন