নির্বাচিত সরকার না থাকায় দায়বদ্ধতা হারাচ্ছে প্রশাসন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকার কারণে পুলিশ ও সরকারি কর্মকর্তারা এখন দায়বদ্ধভাবে দায়িত্ব পালন করছেন না। তিনি জানান, এই পরিস্থিতি দেশের বিনিয়োগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা একটি বৈধ ও নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই আন্দোলনের সফলতা অর্জনের জন্য দেশে একটি বৈধ ও নির্বাচিত সরকারের প্রতিষ্ঠা জরুরি। তিনি অভিযোগ করেন, আন্দোলন নিয়ে বিভাজনের চেষ্টা চলছে, তবে এই আন্দোলন হাইজ্যাক করার কোনো সুযোগ নেই। যাদের মধ্যে নির্বাচন নিয়ে ভয় রয়েছে, তাদের রাজনীতি না করে প্রেসার গ্রুপ বা এনজিওর মতো সংগঠনে কাজ করার পরামর্শ দেন তিনি।
আমীর খসরু বলেন, কেউ রাজনীতিও করবে, আবার নির্বাচনে অংশগ্রহণ না করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে—এটি গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, জুলাই আন্দোলন কোনো নতুন বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রক্তে ও ডিএনএতে মিশে আছে। তার ভাষায়, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই আন্দোলনের কোনো বিকল্প ছিল না, এবং ৫ আগস্টের মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন থামতো না।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় প্রশাসনের মধ্যে কোনো জবাবদিহিতা নেই। তিনি উদাহরণ দিয়ে বলেন, বিশ্বের অনেক দেশ বিপ্লবের মাধ্যমে স্বাধীন হওয়ার পর যত দ্রুত নির্বাচিত সরকার গঠন করেছে, তারা তত দ্রুত উন্নতির পথেও এগিয়েছে। এর বিপরীতে যেসব দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বিলম্ব হয়েছে, সেসব দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।
আন্দোলনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপির এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের মালিকানা ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা। যদিও আন্দোলনের সফলতার কৃতিত্ব তারা দাবি করেন না, তথাপি বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে আমীর খসরু বলেন, একটি নির্বাচিত সরকার থাকলে সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জবাবদিহিতার মধ্যে থাকেন এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি শেখ হাসিনার মতো একদলীয় শাসনব্যবস্থা, অর্থাৎ বাকশাল গঠন করতে চায় না। বরং শেখ হাসিনার সরকারের পতনের পর মানুষের চিন্তাভাবনায় যে পরিবর্তন এসেছে, সেটিকে মাথায় রেখে দেশের রাজনৈতিক দলগুলোর এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন