বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সব কমিটি বিলুপ্ত, চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সব কমিটি বিলুপ্ত, চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্ত জানান তিনি। পরে সেই পোস্টের কমেন্ট সেকশনে সারজিস আলম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ‘সমন্বয়ক’ পরিচয়ে কোনো অফিসে, বাসায় বা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যের মতো অপকর্মে জড়িত থাকে, তাহলে তাকে সরাসরি পুলিশে দেওয়া হবে। তাঁর এই মন্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যাতে ব্যক্তিস্বার্থে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।