মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে নিশ্চিত ৩৪ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটিয়ে নিশ্চিত ৩৪ জনের মৃত্যু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই বিভ্রান্তি দেখা দেয়। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ২৪ জুলাই প্রকাশিত তালিকায় মৃতের সংখ্যা ছিল ১৫, তবে ২৭ জুলাইয়ে সেটি সংশোধন করে ১৪ দেখানো হয়। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মোট ৩৪ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর মর্গে ১৫টি বডি ব্যাগ গ্রহণ করা হয়, যেগুলো থেকে প্রাথমিকভাবে ১১টি সম্পূর্ণ মৃতদেহ, ২টি অপূর্ণাঙ্গ মৃতদেহ এবং ৫টি বিচ্ছিন্ন দেহাংশ শনাক্ত করা হয়েছিল। ফরেনসিক বিশ্লেষণে দেখা যায়, ৫টি বিচ্ছিন্ন দেহাংশ আসলে দুই শিক্ষার্থীর শরীরের অংশবিশেষ ছিল, তাই পৃথক পাঁচজন না হয়ে দুটি মৃতদেহ হিসেবে গণ্য হয়। এর ফলে সিএমএইচে সংরক্ষিত মৃতদেহের প্রকৃত সংখ্যা দাঁড়ায় ৫টি, যা আগে হস্তান্তর হওয়া ৯টি মৃতদেহের সঙ্গে মিলিয়ে ১৪ জন হয়েছে।

সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট ১১২ জন ভুক্তভোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন আহত হয়েছেন এবং ৩৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। বিভিন্ন হাসপাতালে মৃত ও আহতদের সংখ্যা যথাক্রমে: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬৬ জন ভর্তি ও ১৭ জন মৃত্যু, সিএমএইচে ১১ জন ভর্তি ও ১৪ জন মৃত্যু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ভর্তি, টঙ্গী জেনারেল হাসপাতালে ১ জন অজ্ঞাতনামা মৃত্যু, ইউনাইটেড হাসপাতালে ১ জন মৃত্যু এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দুর্ঘটনার প্রাথমিক সময়ে বিচ্ছিন্ন দেহাংশগুলো আলাদা মৃতদেহ হিসেবে গণ্য করা হয়েছিল, কিন্তু ডিএনএ বিশ্লেষণে নিশ্চিত হয়েছে কিছু অংশ একই ব্যক্তির। এই কারণেই মৃতের সংখ্যায় পার্থক্য দেখা দেয়। দুর্ঘটনার ভয়াবহতা, দেহাবশেষের অপ্রতুলতা ও স্বজনদের মানসিক অবস্থার কারণে মৃতের সংখ্যা নির্ধারণে সময় লেগেছে, তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মোট নিহতের সংখ্যা ৩৪ জন নিশ্চিত হয়েছে।