যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণ

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে বাংলাদেশ ২৫টি উড়োজাহাজ কিনবে। রোববার সচিবালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি বলেন, বোয়িংয়ের ব্যবসা সরকারের মাধ্যমে নয়, সরাসরি বোয়িং কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশ ইতিমধ্যে ২৫টি উড়োজাহাজের জন্য অর্ডার দিয়েছে, যা বোয়িংয়ের ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে সরবরাহ করা হবে। উল্লেখ্য, ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও তাদের প্রয়োজনীয়তায় ১০০টি করে উড়োজাহাজ কিনেছে।
বাণিজ্য সচিব জানান, উড়োজাহাজগুলো সরবরাহ করতে বোয়িং কোম্পানি কিছু সময় নেবে।
আপনার মতামত লিখুন