যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়াকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়াকে তাদের সীমান্তে চলমান সংঘাত বন্ধ করে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় দ্রুত বসার আহ্বান জানিয়েছেন। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য প্রকাশ করে। ট্রাম্প বলেন, তিনি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষই দ্রুত শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে।
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইও এই যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করেছেন। তবে তিনি উল্লেখ করেন, থাইল্যান্ড কাম্বোডিয়ার আন্তরিকতার প্রমাণ দেখতে চায়। গত ২৪ জুলাই থেকে সীমান্তে শুরু হওয়া গোলাগুলিতে অন্তত ৩৩ জন সেনা ও বেসামরিক নিহত এবং হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ট্রাম্প জানান, সংঘর্ষ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষে এই দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চালানো সম্ভব নয়, তবে শান্তি প্রতিষ্ঠার পর তিনি আলোচনায় ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ১ আগস্ট থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে পণ্য আমদানিতে ৩৬ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিল।
দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। থাইল্যান্ড দাবি করে, কাম্বোডিয়া ড্রোন দিয়ে তাদের সেনাদের নজরদারি শুরু করায় সংঘর্ষের সূত্রপাত। অপরদিকে কাম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড সীমান্ত চুক্তি লঙ্ঘন করে একটি ঐতিহাসিক মন্দিরের দিকে সেনা অগ্রসর করেছে।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সীমান্ত বিরোধ ফরাসি উপনিবেশিক আমলের পর থেকে প্রায় এক শতাব্দীর পুরোনো। এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছেন এবং কাম্বোডিয়া শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।
আপনার মতামত লিখুন