রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী ও শিক্ষক আটকা, মৃত চারজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ
রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে পড়ে শিক্ষার্থী ও শিক্ষক আটকা, মৃত চারজন

ভারতের রাজস্থানের ঝালাওয়াড়ের মনোহর থানার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলের একতলা ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ৪০ জন শিক্ষক ও শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে চারজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন, আহতদের উদ্ধার ও বাকি আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ এখনও চলছে। দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের বাইরে ভিড় জমিয়েছেন অভিভাবকরা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন।