‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে কড়া সতর্কবার্তা এনসিপি নেতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ণ
‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে কড়া সতর্কবার্তা এনসিপি নেতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে—এই তথ্য জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম চাঁদাবাজি ও অপব্যবহার রোধে কঠোর বার্তা দিয়েছেন।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন এবং পরবর্তীতে পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করে বলেন, “কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন।”

ফেসবুক পোস্টে সারজিস আলম স্পষ্টভাবে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশে আর কোনো কমিটি কার্যকর নেই। তার ভাষায়, কেউ যদি এই নিষ্ক্রিয় কমিটির পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত।

এর আগে একই বিষয়ে সংগঠনের পক্ষ থেকেও শাহবাগে এক সংবাদ সম্মেলনে সারাদেশের সব কমিটি স্থগিত করার ঘোষণা আসে। এই সিদ্ধান্তের পেছনে শনিবার গুলশানে পাঁচ নেতাকর্মীর চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ঘটনাও প্রভাব ফেলেছে।

সারজিস আলমের সতর্কবার্তা স্পষ্ট করে দেয় যে সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ যেন কোনোভাবেই ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অপকর্ম করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে।