সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। অবসরকালীন সময়ে ও পরবর্তীতে তার কিছু রায় এবং কর্মকাণ্ড রাজনৈতিক ও বিচারাঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায় দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে।
সম্প্রতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সংবাদ সম্মেলনে খায়রুল হককে ‘বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর’ হিসেবে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তার বিরুদ্ধে আগেই সংবিধানের রায় জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, বিতর্কিত রায় প্রদানসহ একাধিক মামলা দায়ের হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে বিতর্কিত বিচারপতিদের শপথ পাঠ, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ, এবং আগাম জামিন বাতিলসহ তার নানা সিদ্ধান্ত বিরোধিতার মুখে পড়ে।
আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন এবং তারপর থেকে প্রকাশ্যে আর দেখা যায়নি। সর্বশেষ তার এই গ্রেপ্তার বহু প্রশ্নের জন্ম দিয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করতে পারে।
আপনার মতামত লিখুন