স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।” তিনি আরও জানান, আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, যার ফলে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে প্রার্থীরা নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। সংশোধিত আইনের খসড়া এখন পরবর্তী প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আপনার মতামত লিখুন