২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি ছাড়ালো, ব্যয় ছিল ৪ কোটি ৮০ লাখ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ২০২৪ সালে দলের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৬৬ লাখ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকার কাছাকাছি। রোববার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছে বিএনপির আর্থিক আয়-ব্যয়ের বিবরণী জমা দেওয়ার পর এ তথ্য জানানো হয়।
রিজভী জানান, ২০২৪ সালের আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এর আগে ২০২৩ সালে বিএনপির আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ ৮০ হাজার, তবে ব্যয় হয়েছিল ৩ কোটি ৬৫ লাখ টাকা। ২০২২ সালে আয় ছিল ৫ কোটি ৯২ লাখ টাকা এবং ব্যয় ছিল ৩ কোটি ৮৮ লাখ টাকা।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নিয়মে বলা হয়েছে, তিন বছর পরপর আয়-ব্যয়ের হিসাব না দিলে দলের নিবন্ধন বাতিল হতে পারে। বর্তমানে নির্বাচন কমিশনে ৫০টি দল নিবন্ধিত রয়েছে, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
গত বছর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটির বেশি পৌঁছানোর কথা জানিয়েছিলেন দলের কোষাধ্যক্ষ। অন্যদিকে, বিএনপির হিসাব জমা দেওয়ার সময় ৫ লাখ টাকা ঘাটতির বিষয়টি প্রকাশ পেয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, তাদের তহবিল বর্তমানে প্রায় ২ কোটি ১০ লাখ টাকার কাছাকাছি।
আপনার মতামত লিখুন